ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

সোনাগাজীতে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৩৬, ৩ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

ফেনীর সোনাগাজীতে অস্ত্রসহ মো. এনামুল হক মানিক (২৫) নামে ডাকাত দলের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার গভীর রাতে উপজেলার চরমজলিশপুর ইউনিয়নের কুটিরহাট ব্রীজ সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।  

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় দেশীয় তৈরী ১টি একনলা বন্ধুক, ২ রাউন্ড কার্তুজ ও কয়েকটি ছোরাসহ মো. এনামুল হক মানিককে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মানিক নোয়াখালীর সেনবাগ উপজেলার শ্যামগাঁও গ্রামের আবদুর রবের ছেলে। পুলিশ আরো জানায়, সে ডাকাত দলের সক্রিয় সদস্য।

সোনাগাজী মডেল থানার পরিদর্শক (ওসি) মো. মোয়াজ্জেম হোসেন অস্ত্র ও গুলিসহ এক ডাকাতকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।

এসি

  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি